skip to main |
skip to sidebar
বলিউডে কাজ করার ইচ্ছা
বলিউডের ছবিতে অভিনয়ের ইচ্ছা পোষণ করেছেন হলিউড তারকা উমা থরম্যান (৪০)। ভালো কোনো ছবিতে প্রস্তাব পেলে তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। হলিউড ছেড়ে উমা থরম্যানের হঠাৎ এই বলিউডপ্রীতির পেছনের গল্পটা মজার। শৈশবের ১০টি বছর তিনি নাকি কাটিয়েছেন ভারতে। সে জন্য ভারত তাঁর কাছে মাতৃভূমির মতো। দেশটির আলো-হাওয়া আর মানুষ তাঁর খুব চেনা, আপনজন। তাঁর বাবা একজন সংস্কৃত পণ্ডিত। যখন উমার জন্ম হয়, তখন তাঁর বাবা হার্ভার্ডে পিএইচডি করছেন। মেয়ে হয়েছে শুনে তিনি নাম রাখলেন ‘উমা’, অর্থাৎ ‘যে কখনো কষ্ট পাবে না’। শৈশবের স্মৃতিবিজড়িত সেই দেশকে আজও ভোলেননি কিলবিল ছবির এই অভিনেত্রী। ওয়েবসাইট।